চট্টগ্রাম ব্যুরো:
পোর্ট্রেট’র আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বিশিষ্ট গজল শিল্পী ড. অনিমেশ চক্রবর্তীর একক গজলসন্ধ্যা সম্পন্ন হয়েছে।
রূপম চক্রবর্তীর সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন- চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বিশিষ্ট আলোকচিত্রী মওদুদুল আলম, কবি সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, কবি ওমর কায়সার, লেখক-কলামিস্ট কামরুল হাসান বাদল, কবি ডেইজী মওদুদ, বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মো. আরিফ, শেখ আদনান শুভ, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি বাসব শীল, সাধারণ সম্পাদক অরুন চক্রবর্তী, কে ইউ মাসুদ, মডেল ও সংগঠক শেখ পুতুল প্রমুখ।
আলোচনা সভা শেষে শুরু হয় গজলসন্ধ্যা। এতে শিল্পী অনিমেশ চক্রবর্তী নিজের কণ্ঠে উপমহাদেশের বিশিষ্ট গজল শিল্পীদের জনপ্রিয় ১৫টি গজল পরিবেশন করেন। তাকে যন্ত্র সংগীতে সহযোগিতা করেন তবলায় প্রবীর দত্ত সাজু, কীবোর্ডে গোপী পালিত, গীটারে মলয় কুমার ইন্দু, পারকিউশানে প্রবীর সাহা।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মৌসুমী চক্রবর্তী। সহযোগিতায় ছিলেন এমএনএস ইন্সপেকশন কোম্পানী, এলোহা বাংলাদেশ ও আরপি ফাউন্ডেশন। অনুষ্ঠানে হলভর্তি দর্শক-শ্রোতা কানায় কানায় পূর্ণ ছিল । সুরের মূর্ছনায় শ্রোতারা আনন্দ মূহুর্তে করতালির মাধ্যমে অভিনন্দন জানান।