ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক), সিলেট

অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, প্রস্তাবিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ বাতিল, নিত্যপণ্যের দাম কমানো এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার ২৩ থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার শহরের কুসুমবাগ পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বুধবার (২৩ আগষ্ট) বিকাল ৫টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক এড. মঈনুর রহমান মগনু’র সভাপতিত্বে এবং জেলা সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি তপন দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমূখ নেতৃবৃন্দ।

 

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য হৃদয় অধিকারী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সদস্য আবু রেজা সিদ্দিকী ইমন সহ বাম গণতান্ত্রিক জোট এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪