চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেনের দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ২৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানাধীন চৌধুরী পাড়া থেকে ডলার প্রতারক চক্রের ৪সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলেন- মোঃ ওবাইদুর ফকির, মোঃ সিরাজ তালুকদার, মোঃ রওশন শেখ ও মোঃ রিপন খান।
তাদের নিকট থেকে প্রতারণার ৬০ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৭ জুলাই মোঃ আমিনুল ইসলামকে এক লক্ষ টাকার বিনিময়ে প্রতারক চক্র ২,০০০ আমেরিকান ডলার দিবে মর্মে কথা হয়। সেই মোতাবেক বাদি তাদেরকে নগদ এক লক্ষ টাকা দিলে প্রতারক চক্র ডলার আছে বলে গামছা দিয়ে মুড়িয়ে একটা পোটলা দেয়।
কিছুদূর গেলে ভুক্তভোগী গামছা খুলে দেখেন সেখানে ডলারের পরিবর্তে পুরাতন পেপার মোড়ানো।
ভুক্তভোগীর প্রতারিত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে ওই প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা একটি পেশাদার ডলার প্রতারক চক্র।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপির বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।