ই-পেপার | রবিবার , ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন জোনে মদদদাতাদের তালিকা হচ্ছে : আপেল মাহমুদ

নুর মোহাম্মদ,কক্সবাজার:

কক্সবাজার হোটেল-মোটেল জোন ও সমুদ্র সৈকত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিং, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল মোটেল জোন এলাকার সুগন্ধা মোড় হতে শফি আলম প্রকাশ জসিম (২৯) নামের একজন ছিনতাইকারী গ্রেপ্তার করেছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গতকাল সোমবার ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ওই ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

গ্রেপ্তার ছিনতাইকারী কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর নুনিয়ারছরা এলাকার মোঃ ইউনুস ও কালা পুতু’র পুত্র। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে ট্যুরিস্ট পুলিশ।

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান,কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত পর্যটন জোনকে নিরাপদ রাখতে যারা অপরাধীদের মদদদাতা, উস্কানিদাতা এবং হোতা তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের বিরুদ্ধেও শিগগিরই অভিযান পরিচালিত হবে।