ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আর্কান আর্মির গুলিতে এক বাংলাদেশী নিহত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার(১২ মে) সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে। স্থায়ী সূত্রে জানান আবুল কালাম, সকালে প্রতিদিনের ন্যায় বাংলাদেশ থেকে অবৈধ পথে মিয়ানমারের আরাকান আর্মির জন্য খাদ্য সামগ্রী নিয়ে সীমান্তের ৪৮ নং পিলার ছেলির টাল নামক স্থান দিয়ে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভিতরে প্রবেশ করে।

এতে এক আরাকান আর্মির এক সদস্যর সাথে অজানা এক বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার (আবুল কালামের) মাথায় গুলি করলে সে মৃত্যুর কুলে ডলে পড়ে। নিহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি সদর ইউপির বামহাতিরছড়ার মৃত্যু বদিউজ্জামানের ছেলে আবুল কালাম (২৮) বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে, সদর ইউপ চেয়ারম্যান মোঃ নুরুল আবছার ইমন। তিনি জানান, সে আমার এলাকার তবে লাশ টি ফেরত আনার চেষ্টা চলছে।