ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মধ্যনগরে থানায় হঠাৎ আগুন

এ,এম স্বপন জাহান,মধ্যনগর সুনামগঞ্জ:

সুনামগঞ্জের মধ্যনগর থানা কোয়ার্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ মে)বিকেলের দিকে হঠাৎ করেই থানার অফিসার কোয়ার্টারের একটি তালাবদ্ধ কক্ষে প্রথম আগুন লাগার সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এমরান হোসেন।

পরে আশেপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পরলে স্থানীয় লোকজন ও ধর্মপাশা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।

সুস্পষ্ট ভাবে আগুন লাগার কারন না জানতে পারলেও মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরান হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে হতাহতের খবর পাওয়া যায়নি,বেশকিছু আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।