চট্টগ্রাম অফিস:
চট্টগ্রমের হালিশহর থানাধীন এসি মসজিদ রোডের বিডিআর সিনেমা হলের পেছনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টায় এই ঘটনা ঘটে। এতে ৪০টি টিনশেডের ঘর পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
খলিলুর রহমান বলেন, রাত সাড়ে ৯টায় বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বস্তির ৪০টির মতো টিনশেড ঘর এবং কয়েকটি দোকান পুড়ে গেছে।
খলিলুর রহমান আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।