ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় এপেক্স ক্লাবের উদ্যোগে শ্রম জীবনী মানুষের মাঝে ইফতার বিতরণ

চট্টগ্রাম ব্যুরো:

পটিয়া উপজেলার ইন্দ্রপুল লবণ শিল্প এলাকা, থানার মোড় ও রেলওয়ে স্টেশন এলাকায় প্রায় ৪০০ শ্রমজীবী মানুষের মাঝে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়া’র পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে।

 

গত শনিবার এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি এন্ড ডি এন এডিটর মো. মোরশেদুর রেজা সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ মো. আইয়ুব বাবুল ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সৈয়দ নুরুল আবছার, ক্লাবের ফাউন্ডার এন্ড চাটার প্রেসিডেন্ট সৈয়দ মিয়া হাসান, মো. তৌফিকুল ইসলাম চৌধুরী, জেলা ৩-এর ট্রেজার ও পটিয়া ক্লাবের সিনিয়র সহ সভাপতি মো। আলমগীর আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ তালুকদার খোকন, সেবা পরিচালক মো.জসিম উদ্দিন, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর মো.মোরশেদুল আলম, এম এ সাকুর, মোহাম্মদ নাঈম উদ্দিন আলমদার, নাফিস করিম চৌধুরী মো. ফারুক হোসাইন , মো. আবু হেনা, মো. ইব্রাহিম রানাসহ প্রমুখ।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল বলেন, এপেক্স ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। অনেক মানুষ আছেন যারা সারাদিন রোজা রেখে শুধুমাত্র পানি খেয়ে ইফতার করেন সেই সব কিছু মানুষ এমন ইফতার বিনামূল্যে পাচ্ছেন এমন উদ্যোগ প্রসংশা করেন।

তিনি আরো বলেন, আশা করি পটিয়ার কম ভাগ্যবান মানুষদের নিয়ে এ ক্লাব আরো ভালো ভালো উদ্যোগ গ্রহণ করবে।