ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়ায় পাহাড় কাটার সময় স্কেভেটর, ডাম্পারসহ ৩ জন গ্রেপ্তার

রেজা চৌধুরী, লামা-আলিকদম :

কক্সবাজারের চকরিয়া উপজেলায় রাতের আঁধারে পাহাড় কাটার সময় স্কেভেটর ও দুটি ডাম্প ট্রাকসহ ৩ পাহাড়খেকো গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের নুনাছড়ি এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফকরুল ইসলাম।

 

এসময় অভিযানে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

অভিযানকালে ৩জন পাহাড়খেকোকে গ্রেপ্তার ও স্কেভেটরসহ দুটি ডাম্প ট্রাক আটক করা হয়।

আটককৃতরা হলেন লোহাগাড়া উপজেলার মুহাম্মদ শাহাজাহান মনসুরের পুত্র মুহাম্মদ শেফায়ত, জালাল আহমদের পুত্র ইয়াসিন ও আজগর আলির পুত্র মুহাম্মদ মিজানুর রহমান।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ওসি শেখ মোহাম্মদ আলী অভিযান ও আটকের সত্যতা নিশ্চিত করে জানান, রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির গোপন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালানো হয়।