মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:
আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং পয়েন্ট পরিবর্তনের প্রতিবাদ ও ময়মনসিংহ থেকেই চলাচল করার দাবিতে রেলপথ অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দেড় ঘণ্টা ময়মনসিংহ জংশন স্টেশনের রেলপথে অবস্থান করে বিক্ষোভ করে বিজয় এক্সপ্রেস ট্রেন আটকে রাখে তারা।
আগামী মঙ্গলবারের (৫ ডিসেম্বর) মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না করা হলে বুধবার (৬ ডিসেম্বর) আবারও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জেলা নাগরিক আন্দোলন, জনউদ্যোগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও নগরের সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
জানা গেছে, ২০১৪ সালের ডিসেম্বর মাস থেকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। প্রায় ৯ বছর পর ট্রেনটি ময়মনসিংহের বদলে জামালপুর থেকে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি দেবে। তবে বিজয় এক্সপ্রেসের যাত্রা শুরুর স্টেশন ময়মনসিংহের বদলে জামালপুর নিয়ে যাওয়ার এ সিদ্ধান্ত মানতে নারাজ ময়মনসিংহের সচেতন নাগরিক সমাজ। এ দাবিতে এক মাস ধরে বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করছেন একাধিক সংগঠন ও সাধারণ মানুষ।
এর আগে, ট্রেনটির স্টার্টিং পয়েন্ট সরিয়ে না নিতে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ও ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু রেলমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করেন। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও জনউদ্যোগ নামের দুটি সংগঠন অবস্থান কর্মসূচি, স্মারকলিপি, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছিল। কিন্তু তাতেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো স্টার্টিং পয়েন্ট পরিবর্তন ও বরাদ্দ টিকিটের পরিমাণ ময়মনসিংহ থেকেও জামালপুরে বেশি দেওয়া হয়। এতে আরও ক্ষুব্ধ হন সাধারণ মানুষ।
ময়মনসিংহ থেকেই ট্রেনটি ছাড়ার দাবিতে আজ শুক্রবার বিকেল থেকেই ময়মনসিংহ রেলস্টেশনের কাছে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। নাগরিক সমাজের ব্যানারে সন্ধ্যার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেন ময়মনসিংহ রেলস্টেশনে পৌঁছালে রেললাইনে অবস্থান নেন তারা। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে এসে পৌঁছালে রেললাইনের ওপর শুয়ে ও প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে ট্রেনটি আটকে রাখা হয়। এ সময় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
এ সময় সেখানে উপস্থিত হয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুল ইসলাম ফকির বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রেল মন্ত্রণালয়ে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে রেলওয়ে কর্মকর্তারাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের দাবির বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি থেকে সরে আসে নাগরিকরা। তবে মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না করলে বুধবার ফের অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
অবরোধের কর্মসূচিতে বক্তব্য দেন নাগরিক আন্দোলনের সহ-সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক প্রকৌশলী নূরুল আমিন কালাম, জনউদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, নাগরিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, সমাজকর্মী ও অনলাইন অ্যাক্টিভিস্ট আলী ইউসুফ প্রমুখ।
নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নূরুল আমিন কালাম বলেন, রেলওয়ের ডিজি তার ক্ষমতার অপব্যবহার করে ট্রেনটি সরিয়ে নিয়ে গেছে। এই হঠকারী সিদ্ধান্ত পরিবর্তন না করলে আরও কঠোর আন্দোলনের নামবে সাধারণ মানুষ।