নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন এবং বস্ত্র অধিদপ্তর পরিচালিত রামু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপারিনটেনডেন্ট বিশ্বজিৎ দাস।
অভিভাবক সমাবেশে বিশ্বজিৎ দাস বলেন- রামু টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট শুভ উদ্বোধন করার মধ্য দিয়ে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের পথ সুগম করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন রামু উপজেলা সমবায় অফিসার আবুল কালাম, রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাংবাদিক শোয়েব সাঈদ, রামু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট শিক্ষক আবু ইউছুপ মোঃ হানিফ, মোস্তফা সরওয়ার মামুন ও রামু জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, সাংবাদিক আব্দুল মালেক সিকদার ও প্রকাশ শিকদার।
সভায় বক্তারা বলেন বাল্য বিবাহ রোধ কল্পে কঠোর হওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানান। শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার বন্ধ করার জন্য শিক্ষক, অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাহাঁর স্বাধীনতা সংগ্রামের প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়।