ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

আমিনউল্লাহ টিপু, চন্দনাইশ :

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বেপরোয়া  সিএনজি অটোরিকশার ধাক্কায় নুরুদ্দিন (১৩) নামের পঞ্চম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ১৩ নভেম্বর, সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার বরমা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুদ্দিন  চন্দনাইশ পৌরসভার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ হারালা এলাকার পশ্চিম পাড়ার বদিউল আলম প্রফেসরের বাড়ির রিকশাচালক শাহ আলমের ছেলে।

 

সরেজমিনে জানা যায়, নুরুদ্দিন তার ছোট ভাই মোঃ আমির উদ্দিনকে সাইকেলে করে বরমা রাউলিবাগ বায়তুল আমান এবতেদায়ী মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে বরমা কলেজের সামনে মোবাইল ফোনে কথা বলতে বলতে আসা এক সিএনজি আরেক সিএনজিকে ওভারটেক করার সময় বাইসাইকেলে থাকা নুরুদ্দিনকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা সামনের স্টিলের চিকন পাইপ নুরুদ্দিনের গলার পাশ দিয়ে ঢুকে অধিক রক্তক্ষরণ হয়। পরে তাকে সিএনজি চালক ও স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে তৎক্ষনাৎ চন্দনাইশ থানার পুলিশ গিয়ে রেজিষ্ট্রেশনবিহীন সিএনজিটি জব্দ করে।

 

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম জানান, সকাল ৯টার সময় বরমা কলেজের সামনে বেপরোয়া সিএনজির ধাক্কায় নুরুদ্দিন নামের স্কুল শিক্ষার্থীর মৃত্যু ঘটে। এ ব্যাপারে নিহতের বাবা শাহ আলম বাদী হয়ে চন্দনাইশ থানায় এজহার দায়ের করেছেন। প্রাথমিক তদন্ত শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।