নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশী সিগারেট জব্দ করেছেন র্যাব-১৫। এসময় মোহাম্মদ ইয়াছিন নামের একজন রোহিঙ্গাকে চার লাখ ত্রিশ হাজার পিস বিদেশি সিগারেটসহ গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে বিদেশী সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে মায়ানমার হতে বাংলাদেশে নিয়ে এসে তার বসত ঘরে মজুদ রাখার কথা স্বীকার করে।
র্যাব-১৫ মিডিয়া সমন্বয়কারী জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭নভেম্বর) উখিয়ার বালুখালী তুর্কি হাসপাতাল সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পে এলাকায় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যাক্তির বসত ঘর থেকে ৪ লক্ষ ৩০ হাজার পিস বিদেশী সিগারেটের শলাকা উদ্ধার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ ব্লক/ ৭ এর আব্দুর শুক্কুর ও গুল ছেহার’র পুত্র মোহাম্মদ ইয়াছিন (১৯)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।