ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় শাহ আশরাফ একাডেমির শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করল কেয়ার ফাউন্ডেশন

আবদুল হাকিম রানা, পটিয়া :

পটিয়া কেয়ার ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সকল কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম উদ্বোধন শুভ উদ্বোধন করা হয়েছে। পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের শাহ আশরাফ একাডেমী প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া কেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডাঃ এমদাদুল হাসান । প্রধান বক্তা ছিলেন পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আশরাফ একাডেমীর প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সহ-প্রধান শিক্ষক শিরিন আক্তার, সহকারী শিক্ষক আশরাফ আলী। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি সুনীল কুমার বিশ্বাস।

 

উদ্বোধনী কার্যক্রম শেষে শাহ আশরাফ একাডেমীর প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময ড: এমদাদুল হাসান বলেন, আমাদের মানবতার সেবা কার্যক্রমের আওতায় রক্তের গ্রুপ নির্ণয় করছি আমরা। এখন শিক্ষার্থীদের ইউনিক আইডি সহ অনেক গুরুত্বপূর্ণ কাজে রক্তের গ্রুপ থাক্ বাধ্যতামূলক। তিনি পুরো পটিয়া উপজেলায় এ কাজ সফলে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

সিএনএন বাংলা২৪