ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়া আল জামিয়াতুল ইসলামীয়ার মুহতামিম ওবায়দুল্লাহ হামজার পুনর্বহালের দাবিতে মানব বন্ধন

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশের সর্ববৃহৎ কওমী মাদ্রাসা চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুল্লাহ হামজাকে স্বপদে পুনর্বহাল সহ চলমান সংকট উত্তোরণের জন্য ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) দুপুরে পটিয়া থানার মোড়ে সর্বস্তরের জনগনের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা কলিমুল্লাহ, মাওলানা আজিজুল হক, মাওলানা সোহরাব হোসেন আইমন ও মাওলানা ইমতিয়াজ আলম।

মানববন্ধনে ৫ দফা দাবির কথা উল্লেখ করে বক্তারা বলেন, দুষ্কৃতকারীরা একত্রিত হয়ে মাদ্রাসা কে ধ্বংসের পায়তারা করছে। মাদ্রাসায় রাতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ক্যাম্পাস ভাংচুর, লুটপাট, জোরপূর্বক মাদ্রাসার মুহতামিম এর কাছ থেকে জোর পূর্বক ইস্তফা নেয়া সহ বাসভবনে হামলা একটি নেক্কারজনক ঘটনা। তারা বলেন মাদ্রাসার শৃঙ্খলা ফেরানোর জন্য ওবায়দুল্লাহ হামজার অনেক অবদান। তিনি অল্প সময়ের মধ্যে মাদ্রাসা ছাত্রদের সুশৃংখল অবস্থায় ফিরে এনেছিলেন। তিনি মাদ্রাসার বাউন্ডারি উঁচু করে মাদ্রাসা নিরাপত্তা বিধান করেছিলেন। কিছু বহিরাগত সন্ত্রাসীরা গত রোববার রাতে অস্ত্রের মুখে জিম্মি করে অবৈধভাবে তাকে মাদ্রাসা থেকে বের করে দেন।

 

তারা বলেন- দখলদার সন্ত্রাস বাহিনী একটি সুশৃঙ্খল মাদ্রাসাকে বিশৃঙ্খল করে যাচ্ছে। রাত বারোটার পরে মাদ্রাসায় পূর্বপরিকল্পিতভাবে আন্দোলনের নামে যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে তারা কখনো ছাত্র হতে পারে না তারা সন্ত্রাসী। তারা বলেন, মাদ্রাসার পরিচালককে বানোয়াট কিছু মিথ্যা তকমা দিয়ে পছন্দের লোককে বসানোর মাষ্টার প্লান ছিল বিরোধী পক্ষের।তারা চট্টগ্রাম ১২ পটিয়া আসনের এমপি মাননীয় হুইপ সামশুল হক চৌধুরী সহ সংস্লিষ্ট প্রশাসনের কাঠে মাদরাসায় সৃষ্ট ঘটনার সুষ্টু তদন্ত দাবি করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

 

সিএনএনবাংলা২৪