ই-পেপার | সোমবার , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা :

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ২৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৫ অক্টোবর) রাত থেকে শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত জেলার সাত উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার সন্ধ্যায় পুলিশ ও জেলা বিএনপির দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

 

গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলার সাত উপজেলার বিএনপি-জামায়াতের ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তার মধ্যে ১৮ জন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী। আর জামায়াতের তিনজন। এছাড়া বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিএনপির সাতজনসহ মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বিএনপির এই নেতা দাবি করেন, শনিবারের (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে বিফল করতেই পুলিশ নির্বিচারে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। তাদের উদ্দেশ্য নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়ানো। কিন্তু এমন গ্রেপ্তারে নেতাকর্মীরা কিছুটা হয়রানি হবে ঠিক, তবে আন্দোলনে এর কোনো প্রভাব পড়বে না। কেননা, যতই প্রতিরোধ বা বাধা দেওয়ার চেষ্টা করা হোক, গাইবান্ধার সাত উপজেলা থেকে বিএনপির অন্তত দুই হাজার নেতাকর্মী শনিবারের আন্দোলন সফল করতে ঢাকায় যাবেন। ইতোমধ্যে প্রায় এক হাজারেরও বেশি নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন বলে দাবি করেন এই নেতা।

 

তবে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, পুলিশ কখনই কাউকে হয়রানি করতে গ্রেপ্তার করে না। যাদের বিরুদ্ধে মামলা আছে কেবল তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএনন বাংলা২৪