ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক:

 

আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন।

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে ডিএমপির সদরদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

 

আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আজ ডিএমপিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আলোচনার বিষয় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের সমাবেশকে কেন্দ্র করে আমাদের যেসব দায়িত্ব থাকে সেসব নিয়ে আলোচনা হয়েছে।

 

বিস্তারিত আসছে…

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪