ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ‍্যংছড়িতে ৪৪ লক্ষ টাকার বার্মিজ গরু জব্দ

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ধারাবাহিক অভিযানে ৪৪ লক্ষ টাকা মূল্যের ৪০টি বার্মিজ গরু জব্দ হয়েছে। শনিবার, (২৩ সেপ্টেম্বর) ভোরে ১১ বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল সাহল আহমেদ নোবেল এসি’র দিকনির্দেশনায় ক্যাপ্টেন রাফি-উস-হাসানের নেতৃত্বে বিশেষ টিম বিওপি ক্যাম্প ও জোন সদর কর্তৃক সমম্বিতভাবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হন।

 

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে ১১ বিজিবি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ৪০টি বার্মিজ গরু জব্দ করা হয়।

 

বিজিবির প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জব্দকৃত এসব বার্মিজ গরুর মুল্য ৪৪ লাখ টাকা।

 

এছাড়াও সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে বিজিবি কঠোর নজরদারী এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমন্ডার বলেন, সীমান্তে চোরাচালান আরও কঠোর হস্তে দমন করা হবে। সীমান্ত চোরাচালানের সাথে জড়িত যেই হোক চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪