ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে গাঙচিলের আলোচনা সভা ও রবীন্দ্রজয়ন্তী উদযাপন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের রবীন্দ্রজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাহিত্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে) রাত ৮টায় মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় এস কে ফার্মেসির অস্থায়ী কার্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য পাঠ অনুষ্ঠানে জেলা সভাপতি ডাঃ সৈয়দ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাঙচিলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন।

মৌলভীবাজার জেলা সমন্বয়ক দৈনিক ডেসটিনি পত্রিকার প্রতিনিধি ছড়াকার রিপন কান্তি ধর রূপক এর আয়োজনে ও সাধারণ সম্পাদক কবি বাসুদেব পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গাঙচিল উপদেষ্টা ডাঃ রাধাকান্ত দাস, উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন রহমান বাপ্পী।

আলোচনা সভা ও কবিতা পাঠে সাংগঠনিক সম্পাদক সুধাংশু বৈদ্য, প্রচার সম্পাদক গণেশ দাস, সাহিত্য সম্পাদক মোঃ আল আমিন, দপ্তর সম্পাদক সজীব মালাকার সদস্য প্রশান্ত পাল, বিনয় কান্তি দেবনাথ, শিল্পী প্রসাদ দাস, নিলয় পাল, আবু তাহের, বেলাল আহমেদ, সজিব হাসান সহ শহরের একঝাঁক সাহিত্য ও সংস্কৃতিকর্মী অংশগ্রহণ করেন।

শুরুতে গাঙচিল জেলা কমিটি প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠানের গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেনের মায়ের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়।