আবদুল হাকিম রানা, পটিয়া:
পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বাদে আসর এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এ উপলক্ষে শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসা মাঠে
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী শামিম।সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার প্রধান ফকিহ মুফতি মুহাম্মদ আবদুল ওয়াজেদ আল কাদেরী। উদ্বোধক ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাষ্টার।
বক্তব্য রাখেন সাবেক জেলা সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাহবুুবুল আলম চেয়ারম্যান, সি. সহ সভাপতি ডা: আবু সৈয়দ, মৌলানা নজির আহমদ, আবু নাছের, আবু ইউসুফ, ইন্জিনিয়ার আবদুল মালেক, যুগ্ম সম্পাদক কাজী নুরুল আবছার, সহ সম্পাদক শফিকুল ইসলাম, ডা: শাখাওয়াত হোসাইন হিরো, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক নুরুল আবছার, মেম্বার, পটিয়া পৌরসভা সভাপতি কাজী আবু মহসিন, সাধারণ সম্পাদক হাজী সাইফুল ইসলাম, দাওয়াতে খায়ের সম্পাদক হাফেজ মৌলানা আবদুল মান্নান, প্রচার সম্পাদক আবুল হোসেন, শাহ ইসলাম, হারুন সওদাগর, আবুল হায়াত , নুরুল আমিন, হাসমত আলী, জাফর আলী, আবু নোমান, আবদুর রহিম, আশরাফ আলী, আবদুর রাজ্জাক, মুহাম্মদ মামুন প্রমুখ।
এতে বক্তারা বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা:) সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরুপ। মহান আল্লাহ তার প্রেমে পড়েই এ পৃথিবী সৃষ্টি করেছেন।এতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে প্রতিযোগিতা দিয়েছেন যে, কে কিভাবে তার হাবিবকে খুশি করতে পারে। তাই রাসুলে পাক (সা:) এর পৃথিবীতে আগমন উপলক্ষে হুজুর কেবলা গাউছে জামান সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র:) প্রবর্তিত এ জুলুসের গুরুত্ব আজ বিশ্বব্যাপী অনুস্মরণীয় ও অনুকরণীয় হয়েছে।তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) কে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তা যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সব মহলের প্রতি আহবান জানান।