ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লোহাগাড়ার মাইজবিলা অলি আহমদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া:

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা মাইজবিলা অলি আহমদ বীরবিক্রম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।

শুক্রবার (১৫সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়নতনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের তত্ত্বাবধায়নে শিক্ষক হারুর অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালাহ্ উদ্দিন হিরো’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও সাতকানিয়া আওয়ামী লীগের সভাপতি এম. এ. মোতালেব।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক স্মার্ট যুগের সাথে তাল মিলিয়ে নারীদের শিক্ষার মান উন্নয়নে সরকার তাদের নানাভাবে অগ্রাধিকার দিচ্ছে। সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আওয়ামী লীগ সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।

 

এ সময় অভিভাবকদের উদ্দেশ্যে তিনি মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি বাল্যবিবাহ থেকে দূরে থাকারও আহবান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জুবায়ের, নাজমুল হাসান মিন্টু,মোঃ সেলিম উদ্দিন চৌধুরী চেয়ারম্যান, মোহাম্মদ হুমায়ুন কবির, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আছাহাব উদ্দীন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এনএ নাজিম উদ্দীন।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪