শিব্বির আহমদ রানা, বাঁশখালী:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা রেঞ্জের আওতায় বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের আর্থিক ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বাঁশখালী উপজেলার অফিসার্স ক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে চট্টগ্রাম বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে ১৩ লক্ষ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
বন বিভাগ জানায়, ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ১ লক্ষ ৬০ হাজার টাকা ও নিহত চার ব্যক্তির পরিবারকে ৩ লক্ষ করে মোট ১২ লক্ষ টাকার চেক দেওয়া হয়।
চুনতি অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু ছালেক, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা দ্বীপান্বিতা ভট্টাচার্য্য, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, চাম্বল ইউপির চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, কাথরিয়া ইউপির চেয়ারম্যান ইবনে আমিন, সিএমসি প্রতিনিধি সাংবাদিক জোবাইর চৌধুরীসহ বাঁশখালী রেঞ্জের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।