ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদ অনুমোদিত

আবদুল হাকিম রানা, পটিয়া:

অবশেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ২৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে।

 

জানা যায়, গত মে মাসে ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু সে সময়ে দক্ষিণ চট্টগ্রামের কয়েকজন সংসদ সদস্য ‘ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার বিষয়ে আপত্তি তুললে কেন্দ্রীয় আওয়ামী লীগ কমিটি অনুমোদন না দিয়ে সংসদ সদস্যদের আপত্তি আমলে নিয়ে নতুন করে কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাতে নির্দেশ দেন। পরে আপত্তি তোলা সংসদ সদস্যদের মতামত নিয়ে কমিটি সংশোধন করে আবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পাঠানো হয়। যা সোমবার (৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সম্মতিতে অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াবদুল কাদের। এতে ২৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ ও অনুমোদন দেওয়া হয়।

 

৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন, সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান। তারা দুজনই সদ্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।অনুমোদিত কমিটিতে সহসভাপতি পদে স্থান পেয়েছেন এস এস আবুল কালাম, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, হাবিবুর রহমান, আবু সুফিয়ান, শাহজাদা মহিউদ্দিন, মুজিবুর রহমান সিআইপি, অ্যাডভোকেট মুজিবুল হক, মো. কাশেম, মো. নাসির উদ্দিন, আইয়ুব আলী।

 

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রদীপ কুমার দাশ, অ্যাডভোকেট জহির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, কৃষি ও সমবায় সম্পাদক পদে গোলাম ফারুক ডলার, তথ্য ও গবেষণা সম্পাদক পদে আবদুল কাদের সুজন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকে মো. আবদুর রহিম, দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নুরুল আবছার চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে বোরহান উদ্দিন এমরান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার আমানুর রশিদ হিরু, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট আবদুর রশিদ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. ফারুক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবসার উদ্দিন সেলিম, শিল্প ও বাণিজ্যে আনিসুজ্জামন চৌধুরী রনি, শ্রম সম্পাদক খোরশেদ আলম, সাংস্কৃতিক সম্পাদক জয়নুল আবেদিন জুনু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ আঙ্গুর, আ ন ম টিপু সুলতান, হায়দার আলী রনি, উপ-দপ্তর সম্পাদক জসিম উদ্দীন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু।

 

নির্বাহী সদস্যরা হচ্ছেন- সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, নজরুল ইসলাম চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, ড. আবু রেজা মো: নেজামুদ্দিন নদভী এমপি, চেমন আরা তৈয়ব (সাবেক এমপি)
নুরুল কাইয়ুম খান, সিদ্দিক আহমেদ (বি.কম)

আবদুল মোতালেব (সিআইপি) আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, রাশেদ মনোয়ার (পটিয়া) দেবব্রত দাশ, আবদুল্লাহ কবির লিটন, মাষ্টার ফরিদুল আলম, আবদুল মালেক (আনোয়ারা) আবু সৈয়দ (বাঁশখালী), ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ, ড. জমির শিকদার (বাঁশখালী), মোঃ শহিদুল কবির সেলিম (লোহাগাড়া), শাহাদাত হোসেন (বোয়ালখালী) গোলাম সরওয়ার মুরাদ (পটিয়া), ইঞ্জি. মুনির উদ্দিন আহমদ (বাঁশখালী), অধ্যক্ষ সরওয়ার আলম চৌধুরী (বাঁশখালী),মোজাহেরুল আলম চৌধুরী (পটিয়া), ডা. আ ন ম মিনহাজুর রহমান, আবু সালেহ চৌধুরী (পটিয়া), জান মোহাম্মদ সিকদার (লোহাগাড়া), মোঃ সালাউদ্দিন সাকিব,মো: নাছির উদ্দিন,, মুজাহিদ বিন কায়ছার,আবদুল কৈয়ুম চৌধুরী (চন্দনাইশ) নঈমুল হক পারভেজ, মোহাম্মদ খোরশেদ আলম (বোয়ালখালী) রূপ কুমার নন্দী খোকন (সাতকানিয়া) ডা: নাছির উদ্দিন মাহমুদ,এতে উপদেষ্টা পরিষদের সদস্যরা হচ্ছেন,ইঞ্জিনিয়ার আবছার উদ্দিন, বেগম হাসিনা মান্নান সামশুদ্দিন আহম্মদ (পটিয়া), কাজী আবু তৈয়ব (পটিয়া) আহমদ হোসেন (বোয়ালখালী) এম এ জাফর (পটিয়া), এম এন ইসলাম (কর্ণফুলী) সামশুদ্দিন আহমদ (আনোয়ারা), আবু জাফর চৌধুরী (বীর মুক্তিযোদ্ধা), মোহাম্মদ আলী আবু সাঈদ চৌধুরী, অধ্যাপক ড. শাহাদাত হোসেন (সাতকানিয়া) অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন (পটিয়া), অধ্যাপক ড. এ এইচ এম সেলিম উল্লাহ (পটিয়া), আবু জাফর (বাঁশখালি), আবদুল হান্নান চৌধুরী মঞ্জু (আনোয়ারা), মাহবুব আল (বোয়ালখালী), মাহফুজুল হক চৌধুরী (বাঁশখালী),এরশাদুল হক ভুই (লোহাগাড়া), দেলোয়ার হোসেন (লোহাগাড়া), আহমদ আলী জাহাঙ্গির (বোয়ালখালী), লায়ন নজরুল ইসলাম (চন্দনাইশ) এড. কামরুন নাহার (পটিয়া), মো:মজিবুর রহমান (বাঁশখালী), অধ্যাপক আব্দুর রহিম (পটিয়া) মাস্টার সিরাজুল ইসলাম (পটিয়া), এ এম মাহবুব চৌধুরী (চন্দনাইশ)।

 

অনুমোদিত কমিটির সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, এ কমিটির
সামনে কঠিন চ্যালেন্জ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে। আমাদেরকে এ নির্বাচনে দক্ষিণ চট্রগ্রামের সব সংসদীয় আসনে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে একযোগে কাজ করতে হবে।

কারণ দেশের উন্নয়ন, অগ্রগতি ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন তথা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে শেখ হাসিনার সরকার যে দৃষ্টান্ত রেখে যাচ্ছে তার ধারাবাহিকতা রক্ষায় আমাদের সামনে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তিনি এ লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪