ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারের নতুন জেলা জজ শাহীন উদ্দিন

অ্যাডভোকেট আয়েশা আকতার, কক্সবাজার

কক্সবাজারের নতুন জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ শাহীন উদ্দিন। বুধবার (১৬ আগস্ট) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

 

মোহাম্মদ শাহীন উদ্দিন বর্তমানে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ পদে কর্মরত আছেন। তিনি বিসিএস (জুডিসিয়াল) ১৮তম ব্যাচের সদস্য। তিনি এর আগে কক্সবাজার জেলা জজশীপে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে ছিলেন।

 

মোহাম্মদ শাহীন উদ্দিন চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বাসিন্দা। তিনি কক্সবাজার সদর হাসপাতালের সাবেক আরএমও ডা. সুলতান আহমদ সিরাজীর মেয়ের জামাতা ও ঈদগাঁও সদর ইউনিয়নের কালিরছড়ার মৃত হেফাজতুর রহমানের নাতনি জামাই।

 

মোহাম্মদ শাহীন উদ্দিন হবেন কক্সবাজারের ১৭তম জেলা ও দায়রা জজ।

এর আগে গত ১০ আগস্ট কক্সবাজারের ১৬ তম সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহী’র কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে তিনি আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪