ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ খুনি এখনও অধরা

এমকে আলম চৌধুরী

আজ ১৫ আগস্ট। সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ৪৮ বছর পার হয়েছে। দীর্ঘ এ সময়ের পরও অধরা বঙ্গবন্ধুর ৫ খুনি। এদের মধ্যে দুজনের অবস্থান নিশ্চিত হওয়া গেলেও অপর তিন খুনির কোনো তথ্য নেই সরকার কিংবা আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) কাছে।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায়ে ১২ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এর মধ্যে দুদফায় ছয় খুনির ফাঁসি কার্যকর হয়েছে। দণ্ডিত আসামি আবদুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান। আর এখনো পলাতক রয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামি।

 

এর মধ্যে রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীর অবস্থান নিশ্চিত হয়েছে সরকার। রাশেদ বর্তমানে সপরিবারে অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে ওয়াশিংটনের সঙ্গে বারবার কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে ঢাকা। তবে তাকে ফেরত দেয়ার বিষয়টি বরাবরই এড়িয়ে চলছে যুক্তরাষ্ট্র সরকার।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর আরেক খুনি নূর চৌধুরী কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। দেশটিতে মৃত্যুদণ্ড নিষিদ্ধ হওয়ায় নূরকে বাংলাদেশে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে কানাডা সরকার। তাকে ফেরাতেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে ঢাকা।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক অপর ৩ আসামি হলো: আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম ও মোসলেম উদ্দিন। তাদের অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত সরকারের হাতে কোনো তথ্য নেই। এমনকি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছেও নেই কোন তথ্য।

তবে অবস্থান না জানা বঙ্গবন্ধুর তিনি খুনির বিষয়ে তথ্য দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (১৪ আগস্ট) এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪