ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে শোক দিবসের আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত

হোসেন বাবলা,চট্টগ্রাম

জাতীয় শোক দিবস উদযাপনে চট্টগ্রামের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিক উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন , জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন,স্মৃতিচারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কর্মসূচী মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক মোঃ ইসমাইলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকারের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে পরিচালনা কমিটির সদস্য মোঃ নুরুল বশর, সিনিয়র শিক্ষক মোঃ ফজল করিম, শিক্ষক গোলাম মহিউদ্দিন, শিক্ষক মোঃ ওসমান গনি, শিক্ষক মিলন চক্রবর্তী, শিক্ষক মুনিরুল আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে সকল শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা বলেন, বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছে। বিশ্বের বিরল ঘটনার একটি তার ফাঁকে সাড়া দিয়ে ‌ভাষার জন্য প্রাণ বিসর্জন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। জাতির তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা উচিত।

 

আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ পরিবারের নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মুক্তার আহমেদ।

 

শেষে বঙ্গবন্ধুর উপর রচিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন:
১৫আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আলোর পথে-যুব সাহিত্য ফোরাম চট্টগ্রাম আয়োজিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ, স্মৃতিচারণ ও আলোচনা সভা করেছে।

 

উপদেষ্টা সদস্য ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ দেলোয়ার আমিন হারুন, সম্পাদক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী সম্পাদক মোঃ শাহেদুর রহমান শাহেদ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

একই দিন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি ও হালিশহর একাদশ ক্লাবের আয়োজনে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা এবং বিকেলে সিডিএ বালুর মাঠে প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজন, শিশু -কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ এবং দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের নৌ-স্কাউট দলের ইউনিট ইনচার্জ শিক্ষক বিকাশ সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন , জাতীয় শোক দিবসের শোক মিছিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪