ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় আলহাজ্ব কুতুবউদ্দিনের ত্রাণ বিতরণ ও দুআ মাহফিল

স্টাফ রিপোর্টার, চকরিয়া

চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়নের সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিনের পক্ষ থেকে হাজিয়ান কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে ১৩ আগষ্ট সকাল ৭ টা থেকে পবিত্র খতমে কোরআন ও মিলাদ মাহফিল আয়োজনের মধ্য দিয়ে ইউনিয়নের বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

প্রথমদিনে হাজিয়ান ১নং ওয়ার্ডে এবং পর্যায়ক্রমে বন্যা দূর্গত প্রত্যেক ওয়ার্ডে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে।

তিনি ত্রাণ বিতরণের পূর্বে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশক্রমে বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহায়তা স্বরূপ ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি ইউনিয়নের বন্যাদুর্গত একটি পরিবারও সহায়তা থেকে বাদ পড়বেনা বলে জানান।

 

পবিত্র খতমে কোরআন শেষে ত্রাণ বিতরণের পূর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাজিয়ান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু আইয়ুব আনসারী।তিনি বন্যাদুর্গত পরিবার, ক্ষতিগ্রস্ত চকরিয়াবাসী, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর সাহায্য কামনা করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪