ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেডের নারকেলতলায় মোটরসাইকেল দুর্ঘটনা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন নারিকেল তলাস্থ হক সাহেব রোড সংলগ্ন মেইনরোডে
(দক্ষিণ হালিশহর কেজি স্কুলের সামনে) মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুজন: একজনের অবস্থা আশঙ্কাজনক…!!!

প্রাথমিক ভাবে তাদের দুজনের নাম হচ্ছে অপু ও কাউসার ‌বলে জানা গেছে।আজ রাত আনুমানিক সময় ১২:১৫ মিনিট সময়ে এই ঘটনাটি ঘটেছে।

তারা দুজন পতেংগা বীচি – এলাকা থেকে শহরের দিকে যাচ্ছেন বলে উপস্থিত প্রতক্ষ্যর্দশী রা জানিয়েছেন।সড়কের মাঝে বিশাল গর্তে পড়ে দূর্ঘটনা ঘটেছে।

তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে একটি পুলিশ টিম কে আসতে দেখা গেছে। উপস্থিত জনতা তাদের উদ্ধার করে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪