তথ্যপ্রযুক্তি ডেস্ক : কারো প্রোফাইলে ঘুরে এলেই স্বয়ংক্রিয়ভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ফেসবুক ব্যবহারকারীরা। বাংলাদেশ, ফিলিপাইন এবং শ্রীলঙ্কার ফেসবুক ব্যবহারকারীরা এমন সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
এটি ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও প্রোফাইলের নিয়ন্ত্রণ অধিকারের লঙ্ঘন বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা একাধিক ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন, তারা এ ধরনের সমস্যার মুখে পড়েছেন। একজন ব্যবহারকারী জানিয়েছেন, তিনি হঠাৎ কয়েকজনের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছেন। সেগুলো একটু পর পর আবার আসছিল। কেউ কেউ এমন অভিজ্ঞতা জানিয়েছেন যে, একবার রিকোয়েস্ট ক্যান্সেল করে এলেও পরে দেখছেন আবার রিকোয়েস্ট চলে গেছে।
সোশ্যাল মিডিয়ার এ ধরনের নিরাপত্তা ত্রুটিকে ডিজিটাল জগতে ভয়াবহ উদ্বেগের বিষয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ এখানে ব্যক্তিগত গোপনীয়তার সীমা লঙ্ঘিত হচ্ছে এবং কোনো কর্মকাণ্ডের বিষয়ে ব্যবহারকারীর অনুমতি উপেক্ষিত হচ্ছে।ফেসবুকের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।