ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়া আবাহনী ক্রিড়া চক্রের উদ্যোগে শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন

আবদুল হাকিম রানা, পটিয়া :

দক্ষিণ চট্রগ্রামের পটিয়ায় আবাহনী ক্রিড়া চক্রের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র,আধুনিক ক্রিড়ার প্রবর্তক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (০৫ আগস্ট) সকালে ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাহনী ক্রিড়া চক্রের সভাপতি, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশীদ।

বক্তব্য রাখেন- আবাহনী ক্রিড়া চক্রের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসীম উদ্দিন, সিজেকেএস’র ইন্জিনিয়ার জসিম উদ্দিন মুহাম্মদ আলমগীর আলম , কাজী কাদেরসহ সংগঠনের নেতারা।

 

এতে সভাপতির বক্তব্যে অধ্যাপক হারুনুর রশীদ বলেন, বীর মুক্তিযোদ্ধা, ক্যাপ্টেন শেখ কামাল আবাহনীর প্রতিষ্ঠাতা। তিনি একজন দক্ষ সংগঠক ও আধুনিক ক্রিড়ার প্রবর্তক ছিলেন। ৭৫’র পনের আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাকে এবং পুরো পরিবারকে ঘাতকচক্র নির্মমভাবে হত্যা করেছিলো। তার ৭৪তম জন্মদিনে আমরা তাকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। পরে এতে আয়োজিত দোয়া মাহফিলে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ও শেখ কামালসহ ১৫ আগষ্টের সকল শহীদের মাগফিরাত কামনা করা হয়।

এছাড়াও দেশ-জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪