ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফ উপকূলে মিললো এক জেলের লাশ

নিজস্ব প্রতিনিধি,টেকনাফ:

কক্সবাজার টেকনাফের উপকূলে এক জেলের লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে ছোয়ান খালী সমুদ্র চরে ভেসে আসে।

 

প্রত্যক্ষদর্শীরা লাশটি সনাক্ত করেছেন। সে বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের নুরুল আলমের পুত্র হেলাল উদ্দিন (২৫)। পরে লাশের পরিচয় পেয়ে প্রত্যক্ষদর্শীরা খবর দিলে তার স্বজনেরা মৃত দেহের পরিচয় নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে হলবনিয়া ঘাট থেকে নৌকা যোগে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গেলে মাঝ সাগরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে এলাকাবাসী। ওই নৌকার সবাই সাঁতার কেটে কুলে ফিরে আসলে ও হেলাল স্রোতের টানে সাগরে ভেসে যাওয়া।

ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ জোবাইর সৈয়দ বিষয়টি জানিয়েছেন। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪