ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তিন মাসে মন্ত্রিসভার ৬৫টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত ৩৪

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তিন মাসে মন্ত্রিসভা বৈঠকে ৬৫টি সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবায়িত হয়েছে ৩৪টি।

‘মন্ত্রিসভা-বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল-জুন) প্রতিবেদন’ থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মন্ত্রিসভার মোট ৫টি বৈঠক অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৬৫টি সিদ্ধান্ত নেওয়া হয়। আর বাস্তবায়িত হয় ৩৪টি।

এ সময়ের মধ্যে ২টি নীতি/কর্মকৌশল, ৬টি চুক্তি/প্রটোকল অনুমোদন করা হয়। এছাড়া সংসদে ৫টি আইন পাস করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪