ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়

সিএনএনবাংলা২৪

বরাবরের মত এবারও রাজধানীতে কোরবানির ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায়।

তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে ঈদগাহের বদলে আধাঘণ্টা পিছিয়ে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, “জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের সব আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে সকাল ৭.৩০ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

“আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।”

কত সংখ্যক মানুষ নামাজে অংশ নিতে পারবেন জানতে চাইরে আবু নাসের বলেন, “ঈদগাহের ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নেবেন।“

এছাড়াও অনেক মুসল্লি মূল প্যান্ডেলের বাইরে ঈদের জামাত আদায় করে থাকেন বলেও জানান তিনি। আগামী বৃহস্পতিবার দেশে কোরবানির ঈদ উদযাপিত হবে। ঈদ জামাতে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লির অংশ নেওয়ার জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

এদিকে প্রতি বছরের মত এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে, যার প্রথমটি হবে সকাল ৭টায়।

এররপর পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও বেলা পৌনে ১১টায় হবে চারটি জামাত।

 

নুর মোহাম্মদ,সিএনএনবাংলা২৪