ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তের ফুলতলী,জামছড়ি দিয়ে গভীর রাতে মর্টারশেল ও দিনে গুলির শব্দে আতংকে,

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি পয়েন্টের সদর ইউনিয়নের জামছড়ি,সাপমারা ঝিড়ি,ফুলতলী এলাকার ৪৫/৪৬/৪৭/৪৮ সীমান্ত পিলার এলাকা দিয়ে রোববার রাত ১১টা এবং সোমবার রাত ১ টা থেকে ২টা ২০ মিনিট পযর্ন্ত থেমে থেমে আনুমানিক ১৮ টার মত বড় শব্দের আর্টিলারি মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ মিয়ানমারের ভিতর থেকে ৪টি সীমান্ত পিলার এলাকা দিয়ে নাইক্ষ‍্যংছড়ির কয়েক কিলোমিটার ভিতরে আসে বলে বলে বিভিন্ন সুত্রে থেকে পাওয়া খবরে জানা গেছে।

 

জামছড়ি এলাকার মোঃ রহমানের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার তাদের এলাকায় মিয়ানমারের কিছুটা ভিতর থেকে সকাল ৯টার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ এসেছে,তার ধারণা ঐ গুলির আওয়াজ গুলো এসেছে মিয়ানমারের সালিডং এলাকা থেকে।ফুলতলী ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নুর আলম জানান,সোমবার গভীর রাতে তাদের এলাকার ভারী বিস্ফোরণের আওয়াজ এসেছে মিয়ানমার অভ‍্যন্তর থেকে কিছুক্ষণ পরপর যা তিনি তার বাগান বাড়ি থেকে নিজ কানে শুনেছেন,তিনি আরো জানান বড় আকারের আওয়াজের পাশাপাশি অনেক গোলাগুলির শব্দও এসেছে।

 

উল্লেখ্য বিগত অনেক দিন পযর্ন্ত পাশ্ববর্তী মিয়ানমারের অভ‍্যন্তরে চলছে তাদের দেশের কয়েকটি বিদ্রোহী সশস্ত্র সংগঠনের সাথে নিজেদের মাঝে আধিপত্যের লড়াই ওই লডাইতে তখন থেকে চলতি সময় পযর্ন্ত ক্ষয়ক্ষতি সহ প্রাণহানির ঘটনা ঘটেছে অগণিত।

 

তাদের অন্তরীন দ্বন্দ্বের কারণে চলে আসা যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায় বহুবার,তাদের যুদ্ধক্ষেত্রে ব্যবহারিত বিভিন্ন গোলাবারুদ বাংলাদেশের অভ্যন্তরে এসে ঘটিয়েছে আহত নিহতের ঘটনা।