ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

হায়দার আকবর খান রনোর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা:

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং লেখক হায়দার আকবর খান রনোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

বিবৃতিতে তিনি হায়দার আকবর খান রনোর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

হায়দার আকবর খান রনো শুক্রবার (১০ মে) রাজধানীর হেলথ্ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৷ তার বয়স হয়েছিল ৮২ বছর এবং তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।