ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কচ্ছপিয়ায় বসত ভিটার বিরোধের জের ধরে হামলায় নারীসহ আহত-২

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:

রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মিয়াজির পাড়া এলাকায় বসত ভিটার বিরোধের জের ধরে আসহায় আবছার কামাল মিন্টু’র পরিবারের উপর হামলা চালায় একাই এলাকার প্রভাবশালী মোঃ আয়াজ গং। এ ঘটনায় নারীসহ দুইজন আহত হয়। তারা হলেন মিন্টুর বোন সালেহ বেগম (৫০) ভাগিনা মুফিজুর রহমান (২৫)। মঙ্গলবার (৭মে) রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে দ্রুত গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এসআই দুলাল বড়ূয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ত্রণে আনেন।

 

এ ঘটনার বিষয়ে মিন্টু জানান আমি বাড়িতে ছিলাম না এমন সময় প্রভাবশালী মোঃ আয়াজ তার ভাই শহিদুল্লাহ ও আনছার উল্লাহ দা,লোহার রট দিয়ে আমার পরিবারের উপর হামলা চালায় এ সময় আমার বোন ও ভাগিনা আহত হয়। আহত সালেহা জানান আয়াজ দলবল নিয়ে সন্ত্রাসী কয়দায় মিন্টুর বসত ভিটা দখলে নিতে হামলা চালায়। এসময় বাধা দিতে গিয়ে আমি ও আমার ছেলে আহত হই। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সালেহাকে বাড়িতে নিয়ে যায়। গুরুতর আহত মুফিজকে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করায়।

অভিযুক্ত আয়াজ হামলার বিষয়টি অস্বীকার করে বলেন তার আমাদের উপর হামলা করেছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট