ই-পেপার | শনিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রিপোর্টার,পঞ্চগড় :

নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

মঙ্গল শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।

এতে পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, সামাজিক, সাস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের লোকজন অংশ নেয়।

মঙ্গল শোভাযাত্রা শেষে করতোয়া কালেক্টরেট আর্দশ শিক্ষা নিকেতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।