ই-পেপার | শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়িতে স্মার্ট ব্রিগেড বাস্তবায়ন কমিটির সভা হয়েছে

আবু নাসের খান লিমন,মুন্সীগঞ্জ প্রতিনিধি:

বৃহস্পতিবার বিকাল ৩ টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে টঙ্গীবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলার স্হানীয় সরকার উপপরিচালক (উপসচিব) মোঃ যুবায়ের। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসলাম হেসাইন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, ইউপি চেয়ারম্যান আ. রহিম মিয়া, আনিছুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, তথ্য সেবা কর্মকর্তা সোনিয়া আক্তার, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, যুুব উন্নয়ন কর্মকর্তা, ইউপি সচিব ফরহাদ হোসেন প্রমুখ। সভা শেষে স্মার্ট ব্রিগেড বাস্তবায়ন শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরন করা হয়।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবুজাফর রিপন, বিপিএএ এর উদ্যোগে এ জেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্মার্ট ব্রিগেড গড়ে তোলা হয়েছে। এ ব্রিগেডের সদস্যরা গ্রামে গ্রামে গিয়ে প্রান্তিক পর্যায়ের জনগণের কাছে স্মার্ট বাংলাদেশের মৌলিক ধারণা,বিভিন্ন ডিভাইস (ল্যাপটপ, মডেম, স্মার্টফোন) এর স্মার্ট ব্যবহার এবং সর্বজনীন পেনশন স্কীমের ব্যাপারে বিস্তারিত জানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

জেলার ৬ টি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা স্মার্ট ব্রিগেড ইতোমধ্যে কাজ শুরু করেছে। তাদের নিয়ে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে ১৮ এপ্রিল ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয় টংগিবাড়ী উপজেলার স্মার্ট ব্রিগেড বাস্তবায়ন কমিটির সভা।

 

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের মানুষদের মাঝে স্মার্ট বাংলাদেশ সংক্রান্ত জ্ঞান ছড়িয়ে দেয়ার প্রয়োজনীয়তা থেকেই এ ধরনের উদ্যোগ হাতে নেয়া হয়েছে।