ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজারের রামুতে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

 

বুধবার ১৭ এপ্রিল রামু উপজেলা হিমছড়ি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অধ্যাপক পরিক্ষিত বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালা উদ্দিন, রামু উপজেলা নবাগতা সহকারী কমিশনার (ভুমি), মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল, রামু থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (ওসি) আবু তাহের দেওয়ান, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, রামু প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, রামু উপজেলা প্রকৌশলী মন্জুর হাসান ভূইয়া।

 

উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অফিসার উম্মে সুরাইয়া আমিন, বিআরডিবি অফিসার মোঃ মহি উদ্দিন শরীফ, খাদ্য গোদাম ওসি বিধান বড়ুয়া, প্রাণী সম্পদ অফিসার অসীম কুমার, রামু খিজারী সরকারী আর্দশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুর হোসাইন, রামু মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী, সাংবাদিক সোয়েব সাঈদসহ কর্মকর্তাগণ।