ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় রাজা-প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ মালয়েশিয়ার রাজা পারতুয়ান আগং এবং দেশ‌টির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আম উপহার পা‌ঠি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্প‌তিবার (২২ জুন) কুয়ালালামপুরের বাংলা‌দেশ হাইক‌মিশন এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানায়।

এতে বলা হয়েছে, মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রীর জন‌্য সরকারপ্রধা‌নের পাঠা‌নো উপহারের আম বৃহস্প‌তিবার ইস্তানা নেগারা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে হস্তান্তর করে‌ছে বাংলা‌দেশ হাইক‌মিশন।

 

এছাড়া বাংলাদেশ থেকে প্রেরিত উপহারের এক হাজার কে‌জি আম কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন— মালয়েশিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, মিডিয়াকর্মী, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানগণের নিকট পৌঁছে দিয়েছে।

 

প্রধানমন্ত্রীর আম উপহার পাঠানোর বিষয়টি সম্পর্কে হাইক‌মিশন বল‌ছে, ‘আশা করা যায় যে, শুভেচ্ছা উপহার প্রেরনের এ উদ্যোগটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশি আম তথা কৃষিজাত পণ্যকে মালয়েশিয়ার মাটিতে একটি সম্ভাবনাময় রপ্তানীপণ্য রূপে তুলে ধরতে সহায়তা করবে।

 

এইচ নএম কাদের,সিএনএন বাংলা২৪