সিএনএন বাংলা ডেস্ক:
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আবারও মেয়র নির্বাচন হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এ নিয়ে টানা দ্বিতীয়বার ও এবার দিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন তিনি। ভোট গণনা শেষে প্রাথমিক বেসরকারি ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বুধবার (২১ জুন) রাতে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপালনকারী রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন— আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম ও জাকের পার্টির মো. লতিফ আনোয়ার।
ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুরশিদ আলম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট। জাকের পার্টির মেয়রপ্রার্থী লতিফ আনোয়ার পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট আর জাতীয় পার্টির মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট। তাঁদের দুজনের কেউই প্রচারে সেভাবে নামেননি।
রাজশাহী সিটি নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ এবং নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন। শতকরা ভোটের হার ৫৬ দশমিক ২০ শতাংশ। এবার ১৫৫টি কেন্দ্রের ১ হাজার ১৫৩টি বুথের সব কটিতেই ইভিএমে ভোটগ্রহণ হয়।
এর আগে, সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাসিকের মোট ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা। এদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়।
এইচ এম কাদের,সিএনএন বাংলা ২৪