ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুতুবদিয়ায় পুকুরে ডুবে ভাই-বোনের সলিল সমাধি

কক্সবাজার অফিস :

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলার লেমশিখালী ইউনিয়নের নয়াঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- নয়াঘোনা এলাকার শাহেদা মো. দিদারের সন্তান শাহেদা (৮) ও মো. জাকিব (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাই-বোন বাড়ির উঠানে খেলার একপর্যায়ে জাকিব বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে বড়বোন শাহেদাও পানিতে ডুবে যায়। অনেক খোঁজখুঁজির পর তাদের পাওয়া না গেলেও কিছুক্ষণ পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে সেখান থেকে উদ্ধার করে তাদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শোভন দাস দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।