ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২২ বছর পলাতক ৭ বছরের সাজাপ্রাপ্ত বাদশা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়া থানার একটি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদশা মিয়া (৫০) দীর্ঘ ২২ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার মো.হোসেনের ছেলে।

 

শুক্রবার রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি আভিযানিক দল।

 

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব চন্দ্র সরকার বলেন, র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার করা সাত বছরের সাজাপ্রাপ্ত বাদশা মিয়াকে থানায় হস্তান্তর করেছে।
শনিবার বিকালে তাঁকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। (প্রভাষক) জিকু কুমার নাথ, (প্রধান সহকারী) মোঃ মিজানুর রহমান।