ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত,

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,

সারাদেশে ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ও ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,র‍্যালী ও তাহার অসমাপ্ত আত্মজীবনী উপর উপস্থিত বক্তৃতা, কুইজ, চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২ টায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকরিয়া এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা পরিষদ সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান, নাইক্ষ্যংছড়ি হাসপাতালের প্রধান ডা: সেলিম।আরও উপস্থিত ছিলেন,দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান,উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা শাহা আজিজ,প্রাণী সম্পাদ কর্মকর্তা,ছৈয়দ নুর, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সক্তার প্রমুখ।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিদের বক্তব্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”। এই ভাষণের মাধ্যমে বাঙালির মুক্তি সংগ্রামের উজ্জীবিত করেছিল।