ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার।

বৃহস্পতিবার (১৫ জুন) বঙ্গভবনে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে বলে জানান দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।

দুদকের পক্ষ থেকে বলা হয়, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুদকের পুরো কমিশন এই প্রথম তার সঙ্গে সাক্ষাৎ করল। এসময় দুদকের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা।

দুদকে চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বে কমিশনার ড. মো: মোজাম্মেল হক খান ও কমিশনার মো. জহুরুল হক ওই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪