ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরায়েলের সেনা ঘাঁটিতে ব্যাপক হামলার দাবি হিজবুল্লাহর

আন্তজার্তিক ডেস্ক :
ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ঘাঁটিতে সিরিজ রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আজ মঙ্গলবার জানিয়েছে, তারা আজকে আইডিএফের সংবেদনশীল এয়ার ট্রাফিক কন্ট্রোল ঘাঁটিতে হামলা চালিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

ইরান সমর্থিত এ গোষ্ঠী আরও জানিয়েছে, লেবানন এবং সিরিয়ায় বেসামরিকদের হত্যা ও ক্রমাগত আক্রমণের জবাবে এ হামলা চালানো হয়েছ।হিজবুল্লাহ আরও বলছে, মাউন্ট মেরন ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ ধরণের দ্বিতীয় হামলা।

তবে এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি আইডিএফ। এ ছাড়া এ হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৬০ হাজারের বেশি।

গাজায় ইসরায়েলি হামলার কারণে ইসরায়েলের ওপরও আক্রমণ শুরু করেছে হিজবুল্লাহ।