ই-পেপার | শনিবার , ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্যাস সংকটে বন্ধ সিইউএফএলের উৎপাদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

গ্যাস সংকটে চারদিন ধরে রাষ্ট্রায়ত্ত বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়।

গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলেই আবার কারখানা চালু হবে বলে জানান সিইউএফএলের কর্মকর্তারা।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গ্যাস সংকটের কারণে গত ১৮ জানুয়ারি রাত থেকেই সিইউএফএল কারখানা বন্ধ রাখা হয়েছে।

বন্ধের আগ পর্যন্ত সিইউএফএল থেকে প্রতিদিন ১২শ টন ইউরিয়া সার উৎপাদন করা হতো।
২০২২ সালের নভেম্বর মাসে একবার গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কারখানা বন্ধ হয়ে যায়। গত বছরের ৫ নভেম্বর কারখানায় পুনরায় উৎপাদন শুরু হয়। ১৮ জানুয়ারি রাত থেকেই আবার কারখানাটি বন্ধ হয়ে যায়।

দেশে মোট ২৭ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ লাখ টন দেশীয় কারখানাগুলো উৎপাদন করে। বাকি ১৭ লাখ টন কাফকো ও বিদেশ থেকে আমদানি করে।