আন্তজার্তিক ডেস্ক :
ইরানের দক্ষিণে একটি সামরিক ঘাঁটির ভেতরে গুলি চালিয়ে পালিয়ে গেছে এক ইরানি সেনা সদস্য। স্থানীয় সময় রবিবার (২১ জানুয়ারি) ঘটা এই ঘটনায় যাওয়ার অন্তত পাঁচজন সেনা নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
একজন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ (ইরিনা) জানিয়েছে, ‘আজ সন্ধ্যায় (২১ জানুয়ারি) আমাদের একজন সেনা কর্মকর্তা সৈন্যদের বিশ্রামের এলাকায় প্রবেশ করেন এবং সৈন্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটির একটি ইউনিট পাহারা দিচ্ছিলেন ওই সেনা।
’ আইআরএনএ (ইরিনা) আরো জানিয়েছে, “একজন কমান্ডার বলেছেন, ‘গুলি চালানোর উদ্দেশ্য এখনও অজানা। ঘটনার পার আততায়ী তাৎক্ষণিকভাবে ব্যারাক থেকে পালিয়ে যায়। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত গুলিতে পাঁচজন সেনা প্রাণ হারিয়েছেন।
’
ইরানের কেরমান প্রদেশে ইসলামিক স্টেট গ্রুপের দাবি করা মারাত্মক বোমা হামলার পরেই এমন ঘটনার কবলে পড়ল ইরান। গত ৩ জানুয়ারি ইরানে আত্মঘাতী বোমা হামলায় ইরানে ৯৪ জন নিহত হয়। ইরানের জেনারেল কাসেম সোলেইমানির সমাধি স্থলে এই হামলার ঘটনা ঘটেছিল।
সূত্র: এএফপি