ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকবেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক :
গেল বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে হারানোর পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল স্কালোনি। এরপর থেকে শোনা গেছে নানা গুঞ্জন। ২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে চুক্তি থাকলেও স্কালোনি সে পর্যন্ত দায়িত্ব পালন করবেন কিনা, সেটি ছিল অনিশ্চিত। চলতি বছরের কোপা আমেরিকার আগেই স্কালোনি দায়িত্ব ছাড়বেন এমন গুঞ্জনও উঠেছিল।

তবে গতকাল মঙ্গলবার সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তারা জানিয়েছে, অন্তত কোপা আমেরিকা শেষ হওয়ার আগপর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করবেন স্কালোনি।

ফুটবলের জনপ্রিয় ইতালীয় সাংবাদিক ফাব্রিৎসিয়ো রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফাবিয়ান তপিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্কালোনি। এরপর চলতি গ্রীষ্মে কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিার কোচ হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তিনি।

আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হয়ে কোপা আমেরিকার জমজমাট আসর। এরপর ১৪ জুলাই ফাইনালের মাধ্যমে শেষ হবে আসরটি। আর্জেন্টিনা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন।

২০১৮ সালে আর্জেন্টিনা কোচের দায়িত্ব নেন স্কালোনি। দলের দায়িত্ব নেওয়ার পর ২০২১ সালে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা এনে দেন তিনি। এরপর ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে সোনালী ট্রফি জেতান ৪৫ বছর বয়সী এই কোচ।