ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনের বিজয়ে শেখ হাসিনাকে ভারতের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত।

সোমবার (৮ জানুয়ারি) গণভবনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় ভারত সরকার ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

প্রণয় ভার্মা আশা প্রকাশ করেন, তার সরকারের নতুন মেয়াদে একে অপরের জাতীয় উন্নয়নের সমর্থনে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের গতি আরও শক্তিশালী ও প্রবৃদ্ধি হবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণকে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের দ্বারা পরিচালিত এবং মুক্তিযুদ্ধে তাদের যৌথ আত্মত্যাগের দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি স্থিতিশীল, প্রগতিশীল ও সমৃদ্ধশালী জাতির রূপকল্প বাস্তবায়নে সমর্থন অব্যাহত রাখবে।